" সেই আমার প্রিয় প্রাণ "
লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাছিম।
বাতাসের মত চলে, ঝিকিমিকি রোদে
রূপালী হাসি তার ছড়িয়ে মুখে,
মানেনা কোন বাঁধা, লাগে চোখে শুধু ধাঁ ধাঁ
আঁধার থেকে আনে টেনে আমাকে সূর্যালোকে।
স্বপনের মাঝে তার চলে বিচরণ
জানে সে কোথায় কখন কি ঘটিল কোন অঘটন
ব্যথা পেয়েও হৃদে পোঁষে, চলে সে হেসে হেসে
হয়না তবুও কারো কোন ক্ষতির কারণ।
বিবেকটা সাফ তার, ভীষণ ভীষণ সূর্যের রশ্মি যেমন
চারদিকে চোখ তার থাকে সারাক্ষণ,
বাঞ্চাল করে দেয় দুষ্টু আর নিন্দুকের আয়োজন
সেই আমার প্রিয়জন, অলক্ষ্যে যার হই নিয়ন্ত্রণ।
মেঘ হয়ে ছায়া দেয় দগ্ধ আকাশে
এই দেখে প্রাণীকুল নাচে উল্লাসে,
চারদিকে হাসিখুশি জনমন উচ্ছ্বাসী
মন্দ সব নেয় শুষে, সুখের প্রয়াসে।
দেয়না পেতে কারো কোন কষ্ট ব্যাথা
বুক পেতে নেয় সব, দেখায় উদারতা
সেই আমার প্রিয় প্রান, ভালবাসার উদ্যান
মনে তার নেই কোন সংকীর্ণতা।