স্বাধীনতা তুমি বিস্য়, দুর্লভ, দুর্জয়
তুমি শক্তিধর, প্রচণ্ড এক ঝড়,
তুমি সুর, তুমি ঝংকার,তুমি বিজলী, তুমি আনন্দ দ্বার
তুমি শক্তির আধার, তুমি অসহায় আর দুর্বলের নিত্য সহচর।
তুমি কৈশোরের স্বপ্ন
পঙ্গুত্বের ত্রাণকর্তা,
স্বৈরাচারীর পতন আর
লজ্জারাঙ্গা যুবতীর স্থায়ীত্বের নিশ্চয়তা।
স্বাধীনতা তুমি, উদ্দীপ্ত সূর্যের বলয়
তুমি নির্দয়, দেশদ্রোহীরা তাই করে ভয়,
তুমি শহীদ বীরের অসংখ্য আত্মার তেজদীপ্ত নক্ষত্র
তুমি আবাল বৃদ্ধবনিতাব কাঙ্ক্ষিত স্বপ্নের এক অমূল্য বিজয়।
তুমি পাখ-পখালি আর প্রাণীকুলের
আস্থাভাজন সবুজে ঘেরা এক চারণভূমি,
তুমি স্বচ্ছ নীলাকাশ, শিশুদের নির্মল হাসি
তোমার বুকে আশ্রয়ে, আমরা নিশ্চিন্তে আছি ঘুমি।
স্বাধীনতা তুমি এক বিশাল সমুদ্র
যেথায় সৃষ্টির সেরা রহস্য সুপ্ত,
আবহমানকাল মানব কুলের তৃষ্ণা মিটাতে আসক্ত
তোমার আগমনে মনুষত্বের হয়েছে উদয়,পশুত্ব হয়েছে বিলুপ্ত।