ওরে কালবৈশাখি ঝড়, তোরে কে দিয়েছে বর?
ভাঙ্গতে কুঁড়েঘর,
শ্রমের মাঝে আছে যারা,করলি তাদের পর
ওরে কালবৈশাখি ঝড়।
সুখ বিলাসে মত্ত যারা
শীত গ্রীষ্ম পায়না খরা
ধরাকে জ্ঞান করে সুরা, ওরে সর্বহারা
তাদেরকেই রক্ষা করে, মারিস্ নিত্য মরা।
ওরে কালবৈশাখি ঝড়, তুই তান্ডবেই অনড়
মনে কী পড়লোনা তোর, ভাংছিস কার ঘর?
ওরা যে সকল স্তরের নিত্য সহচর
ও তুই সাজলি কার দোসর?
প্রাসাদোপম অট্টালিকা কখনো কি হয়নি দেখা
তাদের হয়ে লরছিস্ বুঝি দারিদ্রতার'পরে?
অট্টালিকার মানুষগুলো, হৃদয়হীন অন্তকালো
ঠিক তোর মতন, গরীব মরে ওদের খপ্পরে।
বুঝবে সেদিন স্রষ্টা যেদিন রোষের বশে হুকুম দিবেন
ভেংগে দিতে প্রাসাদোপম ঘর, বলবেন তুই অত্যাচারীর চর
বুঝবে সেদিন, বীণের সুরে নাচবে নাগিন
হবে তারা পর, যাদের রক্ষা করিস ঘর, ওরে কালবৈশাখি ঝড়।