ওমা! তোমার কষ্টগুলো বোঝা যে দায়
শেকল কেন পরালে পায়?
বলো এখন কেমন করে এগিয়ে চলি?
তোমার ঠোটে থাকবে হাসি সেও তো আমার দায়।
ভালোবাসার সেতু বন্ধন
আমি তোমার সেই স্পন্দন,
জীবনের প্রতি ধাপে আলো দিয়ে
শিক্ষা দিলে, করলে বাঁচার আয়োজন।
ও মা! তুমি মহান স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি
সকল জীবে তোমার দৃষ্টি,
ভালবাসার উদগীরণ এক
হয় না অনাসৃষ্টি।
তুমি ছাড়া হৃদয় আমার
ব্যকুল হয়ে থাকে,
কখন তুমি আসবে কাছে
ফিরবো তোমার ডাকে।
তুমি ছাড়া নেই আমাতে
ভাবনাগুলো গভীর রাতে,
জমাট করে দেই রেখে
বলবো সব তোমার সাথে।
তুমি আমার স্বপ্ন সুখের ধ্রুবতারা
ভালোবাসার রত্ন হীরা
তোমার মাঝেই দেহ আমার
বিলীন হয়ে করছে তাড়া।