‘‘নীলপরী’ কোথায় তুমি ?কোন দুর্গম স্থলে আছ লুকে ?
দুবৃত্তের কড়াল গ্রাসে, ধ্বংসের পথে প্রায়,আমাদের জন্মভূমি
তুমি কোথায় ? এথায় হেথায়, চলছে ভাঙ্গচূড় ঘরবাড়ি
জ্বালিয়ে,পুড়িয়ে,করছে ছাড়খাড়,এমন অঘটন ঘটছে সারাক্ষনি।
‘‘নীলপরী’’ তুমি কি শুননি ?
সন্ত্রাস পোঁষে যারা, তারাই দেশের শিরোমনি ?
যাদের ক্ষমতার দাপটে,বাঘে গরুতে পানি খায় এক ঘাটে
তারাই যে দেশের ব্যাক্তিত্ব, জ্ঞানী,গুণি, সন্মানী ?
কী করে হবে মানুষ মুক্ত,বাদীরাই যদি হয়,বিবাদীতে অভিযুক্ত
শাসকের ভূমিকায় যারা,শোষনে যদি হয় যুক্ত তারা,
নারীরা যদি হয় পদে পদে অপদস্থ
প্রকৃত মালিক যারা,ওরাই যদি হয় ভিটেবাড়ি হারা।
তা’হলে কি করে দেশের মানুষ হবে শিল্পমনা ?
কি করে গড়বে শিল্প, নির্ভয়ে লোকালয়ে,
কি করে রাজনীতি থেকে হবে সন্ত্রাস মুক্ত ?
শিশুরা পারবে যেতে ,খুশি মনে বিদ্যালয়ে ?
‘‘নীলপরী’’,তোমার মায়াবী পরশ দিয়ে,ওদেরকে
ইন্দ্রজালে পুড়ে ,সন্ত্রাসকে কর নির্মুল চিরতরে,
জন মনের ভীতি,অর্থলিপ্সুদের দুর্নীর্তি
সব দূর করে, দাও সস্থি প্রতিটি ঘরে সর্বস্থরে।
‘‘নীলপরী’’,কোথায় তুমি ?এখনও কি থাকবে ঘুমি?
এ দেশের জনগন,দুর্বিসহ যন্ত্রণায় ছটফেটে আছে সারাক্ষণ,
কারও উপরে নেই বিশ্বাস,এক অপরের করে সর্বনাষ
ঘটছে গুম,খুন ,এ ভাবে যাবে আর কতজীবন ?