লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান
             নাসিম।

নেহার, তুমি যখন সামনে থাকো
আমি থাকি চিত্তে,
নানান কথার হুল ফুটিয়ে
আমি থাকি নৃত্যে।

জমে থাকা ক্লান্তিগুলো
সতেজ হয়ে উঠে
ব্যাথিত মন তবুও ঠোটে
হাসি আমার ফুটে।

আমার তখন ইচ্ছে করে
ডানা মেলে পাখির মত উড়ি,
নানান ফুলের সুবাস নিয়ে
চিত্তটাকে ভরি।

তুমি যখন যেথায় হাসতে থাকো
মুক্তো সেথায় ঝরে,
ইচ্ছে করে তাকিয়ে থাকি
সারাটিক্ষণ ধরে।

তুমি যখন ব্যস্ত থাকো
কাঁপে আমার হিয়া,
কখন কি, কোন কথায়
রাগবে আমায় নিয়া।

ভালো লাগার মনটা তখন
যায় যদি দূর ছুটে,
ভালোবাসার হয় অপমান
এমন যদি ঘটে?

তার চেয়ে চুপ্টি করে, ঘাপ্টি মেরে
মিষ্টি মুখের হাসি দেখে
পার করে দেই জীবনটাকে
হৃদয় মাঝে চিত্ত এনে একেএকে।