" মহতী "
লেখকঃ মোঃ
মরু ধূ ধূ মাঠ, উত্তপ্ত বালুকণা
তারি মাঝে নগ্নপায়ে, ছুটছে উর্ধ্বশ্বাসে সেই আনিকা
যার ছিন্ন বসন, জ্ঞান করিতে আহরণ
নেই হাতে কড়ি, যার কী-না আছে শিষ্টতার এক অহমিকা।
কখনো সূর্যের উত্তাপের প্রখরতার ছোবলে
অসহায় ক্লান্ত শরীর, বিধ্বস্ত মনোবল তবুও ছুটছে,
কাঙ্খিত লক্ষ্যে, বিস্তীর্ণ অঞ্চল দিতে হবে পাড়ি
নেই কোন বিরাম, অবিরাম হেঁটে হেঁটেই পথ চলছে।
সে ছুটছে তো ছুটছেই, অভিষ্ট লক্ষ্যে একাকী নির্জনে
হঠাৎ এক উষ্ট্র সওয়ারী, কল্যাণী সনি নামে যার সুখ্যাতি,
সেই কী-না নেয় তুলে তাকে, উত্তপ্ত ধূলিময় থেকে
চলে একই লক্ষ্যে যেন অপ্রাকৃত এক দ্যুতি।
কে বলে পৃথিবীতে নেই ভালো মন, এ যে বৃথাই রোদন
স্বপ্নের অভিলাষ কখনো হয় বাস্তবের দাশ,
সনিই তার সাক্ষ্য, হিতৈষী যার লক্ষ্য
ছাই থেকে নেয় সোনা তুলে, অন্যায়কে করে নির্যাস।
আমি তো কত যুগ ধরে এমন দরদীর অপক্ষায় প্রহর গুনি
মহতী শিক্ষায় জাতিকে এগিয়ে নেবে কবে?
আমার লেখনী হবে তারি জয়গানে
নির্ভীক মনে হবে আগুয়ান, যে বিপন্নকে স্মরিবে।