লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাছিম।
বনের পশুরাও যেমন থাকে সংকটে ভীষণ, ঠিক কোমলমতি শিক্ষার্থীদের মতন,
শিকারি আর ব্যবসায়ীরা করে তাড়া সারাক্ষণ
জীবন বাঁচাতে যেদিকে যায়
বাঁচার তবুও পায় না কোন উপায়।
কখনো ভাবছে বন ছেড়ে মনুষ্যত্বের আশ্রয়ে
যদি যায় থাকা নির্ভয়ে,
ছুটে আসে জীবন বাঁচাতে মানব-মানবীর পাশে
এখানেও দেখে মানুষ মানুষে মারে অবিচারে উল্লাসে।
বুঝতে পারে অমানুষগুলো, মানুষের মুখোশধারী
ওরা মানবতাগ্রাসী আরও অত্যাচারী
বুঝতে হয় না বিলম্ব, এ সব কিছু মানুষের দম্ভ
মৃত্যুর লাশে্ একের পরে এক গড়ে তোলে অমানবতার স্তম্ভ।
অথচ যারা ভাবার কথা তারা ভাবছে না
যারা শাস্তি পাওয়ার কথা তারা পাচ্ছে না
যাদের দেখার কথা তারা দেখছে না
কোমলমতি শিক্ষার্থীরাও হত্যার ফাঁদ থেকে রক্ষা পাচ্ছে না।
অমানুষগুলো রূপান্তরিত হয়েছে মানুষখেকো রূপে
যারা ক্ষমতার দাপটে মনুষ্যত্ব হারিয়ে, শিশুদের দিয়েছি ঠেলে মৃত্যুকূপে
বিভিন্ন পেশার মানুষেরা আজ বেঁধেছে জোট, কোমলমতিদের সাথে
নিরাপদ আশ্রয় আর অপরাধীদের শাস্তি পাইয়ে দিতে।