লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাসিম।
চলছে পথচারী ,চলছে তড়িঘড়ি,
এদিক ওদিক ছুটছে , কেউ না কারো পথ রুখছে ,
কারো মুখে হাসি আর কারো মুখে ব্যাথা
ভাবতে গিয়েই বুকটা ,শিহরিত হয়ে উঠছে ।
টুনটুন আওয়াজে ,সওয়ারী পেটে ধরে
রিক্সা আর বেবিগুলো , চলছে তো চলছে ,
সময় নেই তাকাবার , পিছনে বারবার
সামনেই ধাবিত হচ্ছে ।
বড়বড় ট্রাকগুলো ,দানবের রূপ নিয়ে
ছোটবড় গাড়ীগুলো দলিত করছে ,
কখনো হুঙ্কারে , রাগের বসতি হয়ে
ছোট ছোট গাড়ীগুলোর পেটে গুতো মারছে ।
গাড়ীগুলো ভাঙ্গছে , সওয়ারী মরছে
শতশত জীবন্ত প্রাণ কেড়ে নিচ্ছে ,
এ নিয়ে থানা আর কোর্টে আনাগোনা,মামলা হচ্ছে
বিচারের প্রহশনে, মানুষের চলার ভীতি আরও যেন বাড়ছে ।
বাড়ছে তো বাড়ছেই অসহায় পথচারীর
দানবের ভীতি যেন বাড়ছে ,
শঙ্কিত বুক নিয়ে জনগন চলাফেরা করছে
এ নিয়েও পথসভা চলছে।
কবে হবে শেষ তার , দূর হবে অনাচার
মানুষ মানুষকে কবে ভালবাসবে?
থাকবেনা ভীতি আর দানবের অবিচার
কবে, সচেতনতা বাড়বে ?