লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাসিম।
নীরবে অবেলায় কে গো? কোন রূপসী ?
ঘরের বাহিরে আছো বসে বধূ হে, কে ষোড়শী ?
চারদিকে আঁধো আলো, নীরব নিরলস ভঙ্গিমায়
উদাস নয়নে আছো দাঁড়ায় কার প্রতিক্ষায়?
পৃথিবীর এত রূপ কোন মহিমায়
তোমার এ অঙ্গে পড়ালে ধরায়?
চারদিকে কুঞ্জবন শ্যামলাবরণ
উগ্র মস্তিষ্ককেও যেন করে হরণ।
গুরুগুরু ডাক শুনো, ক্ষ্যাপা ঐ আকাশ
কখন যে ওঠে ঝড়, ভাঙ্গো উদাস,
নয়তো বা লাল টিপ ঈর্ষাতে পড়ে
মুছে যাবে অলক্ষ্যে ক্ষ্যাপা ঐ ঝড়ে।
কী দেবে জবাব তায়? আছো যার প্রতিক্ষায়?
আছো দাঁড়ায় ধ্যানে পা শিকল জড়ায়?
এখনো আছে সময় যাও ফিরে ঘরে
অপেক্ষার প্রহর গুনো হৃদয়ের দোরে।
উল্লেখ্য যে কবিতার এ মেয়েটি প্রবাসী একজনের স্ত্রী। তার স্বামীর অপেক্ষায় প্রায়শই ঘরের বাহিরে অনেক সময় অপেক্ষা করে। এ ঘটনাটি কবির নজরে আসে, তাই সুন্দরী স্ত্রীকে বলা, "ক্ষ্যাপ ঐ আকাশ "মানে "সমাজের দুষ্ট প্রকৃতির মানুষকে বুঝানো হয়েছে" " ঝড় দিয়ে বুঝনো হয়েছে, দুশ্চরিত্রদের কখন যে লুলোপ দৃষ্টি পরে মেয়টির উপর তখন বলৎকারের মত ঘটনাব ঘটতে পারে আর "লাল টিপ" হলো মেয়ের সম্ভ্রম। তার সম্ভ্রমই যদি হারিয়ে ফেলে তা হলে স্বামীর কাছে কি জবাব দেবে? তাই তার নিরাপত্তার জন্য সুন্দরী স্ত্রীকে বাহিরে না থেকে ঘরে বসে মনের দ্বার খোলে দিতে বলেছি। একটু ভালো করে পড়লে আরও স্পষ্ট হবে।