আমার চলার পথে পথে, যে ছায়া ছিল সাথে
সেই ছায়াটি হারিয়ে গেছে,আমার থেকে দূরে,
চার কিংবা পাঁচ দিন হবে, ভাব হয়েছে মাত্র সবে
এরই মাঝে গেলো চলে, জানি না কোন ভাবান্তরে?
আমি যেমন ছিলাম একা , একাই রয়ে গেলাম
সূর্য মামার রাগের তাপে, উত্তাপ আমার মাথায় চাঁপে,
বৃষ্টি নেই ঝর্ণা নেই, তবুও ঝর্ণার মতো ঘাম ঝরছে
মাথা থেকে পায়ের'পরে, চোখ-মুখ,পেট, ধাপে ধাপে।
কী এক করুণ আর্তনাদে, হৃদয় আমার হাহাকারে
হারিয়ে ফেলার যন্ত্রণা কি, বুঝছি তখন পলেপলে,
আমি যখন বসে থাকি কিংবা একা চলছি পথে
সেই ছায়াটির উপস্থিতি অনুভবে, হাতটি বাড়াই ধরার ছলে।
হতাশ আমি পাইনি তারে, হৃদয় ছেঁদে পেরেক ঠুকে
অসহ্য এই যন্ত্রণাটা, গেঁথে যায় আমার বুকে,
কেমন করে বলি কাকে, অমূল্য সেই ছায়াটি কে?
এমন ভাবনায় বর্ষা এসে ঠাঁই নেয় আমার চোখে।
জানি না কি করি,ভাবি তারে আটকে ধরি
কখনো বা জ্যোৎস্না রাতে, খুঁজি তাকে তারার সাথে,
সেখানেও পাইনি তাঁকে, আমায় দেখে চাঁদ হাঁকে
খুঁজছিস যাকে, সে আছে জীবন মরন যন্ত্রণাতে।