আসছে নতুন বছর
সুখ আর আনন্দ হোক আমাদের নিত্য সহচর,
অতীতের গ্লানি, যত রাহাজানি, মানুষের হয়রানী
সব, সব মুছে যাক, আনন্দে মেতে উঠুক বাংলার প্রতিটি ঘর।
হিংসা বিদ্বেষ, পূর্ণ এ দেশ
নতুন বছরে না হয় হোক সৃষ্টি নতুন পরিবেশ,
কারো মনে কোন দুঃখ না রচে
গড়ে তুলি এক সোনার বাংলাদেশ।
ভেদাভেদ ভুলে, একত্রে মিলে
সাগর থেকে আনি মুক্তো তুলে
সোনাতে ছিল ছাই, এ কথা ভুলে যাই
জঙ্গি আর সন্ত্রাস হোক উৎপাটন সমূলে।
প্রতিটি মানুষ যদি স্রষ্টাকে জানি
মৃত্যু হবে একদিন এ অমর বাণী
কখনো না ভুলি, সৎ পথে চলি
অহংবোধ তবে আল্লাহ্র পথে করি কোরবানি।
হোক অঙ্গীকার বাংলা ও বাঙালীর
গণতন্ত্র হোক কাম্য সবার
সৎ, সততা ও নিষ্ঠার বলে সম্মুখে পথ চলে
সুফল দেই এনে কষ্টের অর্জিত স্বাধীনতার।
যারা ক্ষমতা আর অর্থ লোভে
বিপথে গিয়েছে চলে, ওদের ফেরাতে হবে আপনালয়ে
ভালবেসে বাঁধতে হবে স্নেহের ডোরে
হোক অঙ্গীকার নতুন বছরে সবার, ধাবিত হবো মনুষত্বের জয়ে।