হে সুন্দরী, আমি মুগ্ধ নয়নে একাগ্র চিত্তে
তোমার পানে চেয়ে আছি একই দৃষ্টে,
তোমার প্রতিটি লুকায়িত সৌভিক আমার আয়ত্বে
পারিনা তোমাকে ভুলতে।
যত চাই ভুলে যেতে,বিরম্বনা থেকে মুক্তি নিতে
ততই আমাকে আছো আঁকড়ে,
শুভ্র বসনে তোমার সুন্দর মন হৃদয়কে করে হরণ
আমি বিমুগ্ধ তোমার সুমিষ্ট ব্যবহারে।
হে সুন্দরী, তোমার উম্মুক্ত রূপ যৌবন
বিস্তৃত ভূমন্ডলের সুসজ্জিত শ্যামল ছায়ায় শোভিত,
নানান দৃশ্যে অংকিত প্রতিটি বাঁকে সমাদৃত
কারুকাজে পূর্ণ, আমি মোহগ্রস্ত।
হে সুন্দরী, কি এক নিবির আকর্ষণে তোমাকে আমার কাছে টানে
মৃত্যুকেও করে পরাভূত,
তোমার দেহের সুঘ্রান আমাকে করে বিমোহিত
আমি স্তম্ভিত।