লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাসিম।

ফাগুন এসেছে নতুন পাতা জাগিয়ে, শীত হলো  
অন্তর্ধাম
গাছে গাছে আমের মঞ্জুরী, ঝোঁপে ঝোঁপে কোকিলের কুহুতান,
দখিনা সমীরণে মন মাতানো ফুলের গন্ধে
আনন্দে দোলায় পাখ -পাখালি আর শিশু কিশোরের প্রাণ।

কৃষ্ণচূড়া,  শিমুল,পলাশ আর বনবীথির সমারোহে
প্রকৃৃতির শিরায় উপশিরায় জেগেছে আনন্দের হিল্লোল,
অপরূপ রূপে অঞ্জন বুলিয়ে, কাননে কান্তারে বৃক্ষে
নব কিশলয় অপূর্ব সৌন্দর্যে, ঝিরি ঝিরি খায় দোল।

ফাগুন এসেছে শিশু কিশোরী বাসন্তী লাল শাড়ী পাড়ে
প্রকৃতির নবীন ছোঁয়া পেয়ে নব উৎসাহ উদ্দীপনায়
যৌবনের সঞ্জীবনী মন্ত্র মুগ্ধতায়
ওরা ছুটছে হৈ হুল্লোরে মেলায় মেলায়।

ফাগুন এসেছে ফিরে একটি বছর পরে
যেমন প্রকৃতির সৌন্দর্য নিয়ে, তেমনি সামাজিক অবক্ষয়ে,
দূর করে দেবে যত নিষ্ঠুরতা,অসৎ প্রবণতা, বিশ্বাস আমার
ভালবাসা দেবে জাগিয়ে প্রতিটি মানুষের হৃদয়ে।