বাড়ছে তো বাড়ছেই, মানুষের আহাজারী বাড়ছে
ভাই আর বোনেতে, বাবা আর মায়েতে আছে সবে সংঘাতে
টাকা চাই,বাড়ি চাই, ভাল ভাল খেতে চাই লোভ শুধু বাড়ছে
বাড়ছে তো বাড়ছেই - পণ্যের মূল্য দুর্বার গতিতে।
প্রতিযোগী বাড়ছে, ভাল নয় মন্দের
হিংসা আর বিদ্বেষ, পূর্ণ সারাদেশ,
ক্ষতি করার প্রবনতা বাড়ছে, ধরা কেউ পড়ছে
হাজতে যাচ্ছে, নেই তবুও মানুষের লজ্জার লেশ্।
বাড়ছে তো বাড়ছেই, সংঘাত বাড়ছে
ভদ্রবেশি চোর আর ডাকাতেরা হানাহানি করছে
এ ঘর ও ঘর ঢুকছে, মানুষ মারছে, ধর্ষণ করছে
বৃটিশের মত আজও ওরা লুটছে।
বাড়ছে তো বাড়ছেই, চাল,ডাল,আটা আর
তেল চিনি লবনের মূল্যটা বাড়ছে,
সুনির্দিষ্ট মাহিনায় অভাবের তাড়নায়
চাকুরেদের হা হুতাস বাড়ছে।
প্রেমে প্রতারণা বাড়ছে, অবিশ্বাসের দেয়াল গড়ে উঠছে
ভালবাসার স্থলে হিংস্রতা বাড়ছে,
বাড়ছে তো বাড়ছেই মৃত্যুর ঝুঁকিটাও বাড়ছে
মানুষ মানুষে খুনাখুনি বাড়ছে।
বাড়ছে মানুষের আর্তনাদ আর দীর্ঘশ্বাস
যানবাহনের কালো ধোঁয়া, পৃথিবীর তাপমাত্রা,
বাড়ছে জনসংখ্যা, গুম,খুন, ভয়াবহ বিপর্যয়ের আসংখ্যা
বাড়ছে রাজনীতিতেও ষড়যন্ত্র, বাড়ছে মানুষের অস্থিরতা।
বাড়ছে পথেঘাটে বখাটে আর ধর্ষকের উৎপীড়ন
দুষ্ট চক্রের কৌশল, বাড়ছে অন্বেষণ।
মামলা মোকদ্দমা, শঠতা সবকিছুই বাড়ছে
সৎ প্রশাসন ব্যর্থ প্রতিরোধে, চক্রান্তের আয়োজন।
বাড়ছে নদীর মৃত্যু, প্রযুক্তির অদূরদর্শিতা
মানুষের বিবেকহীনতা, বাড়ছে হীনন্মন্যতা,
বাড়ছে যুদ্ধযান, শিষ্টতা ক্রমশ হচ্ছে ম্লান
মানুষ মানুষে ধ্বংসে বাড়ছে নির্মমতা।