আমি স্বপ্ন দেখি এমন একটি ভোরের
স্বচ্ছ আকাশ নির্মল বাতাস পাখ পাখালির সুরে,
উঠবে জেগে সবুজ আর জরাজীর্ণ প্রাণ
ফুলে ফলে ছেয়ে যাবে মরুউদ্যান এ জগৎ এ সংসারে।
আমি স্বপ্ন দেখি যুবতীরা হাঠছে নির্ভয়ে
যুবক যারা নিরাপত্তায় থাকছে দূরে দূরে
বিশ্বাসী বন্ধু হয়ে, সামাজিক রীতির ঘোরে
চলছে মানুষ চলছে ধেয়ে নিজের কাজের তরে।
কেউ কারো নয় শত্রু হয়ে, সামাজিক অবক্ষয়ে
হাতের পরে হাত রেখে দাঁড়িয়েছে প্রতিরোধে
ভাবনা শুধু একটি হবে, ধনী গরিব বন্ধু সবে
ন্যায় অন্যায় থাকবে তবুও যাবেনা কেউ প্রতিশোধে।
আমি স্বপ্ন দেখি অশিক্ষিত মায়ের ঘরে
জ্বলছে শিক্ষার আলো,
কৃষকদের পরিশ্রমে, বাড়ছে আয় ক্রমে ক্রমে
থাকবেনা আর কারো বুকে পাথর জমাট কালো।
আমি স্বপ্ন দেখি, এই পৃথিবী স্বর্গ সবার সুখের
কাজ কর্মে জ্ঞান পিপাসু চলছে অধ্যাবসে
বড় ছোট'র নেই ভেদাভেদ, জাতি ধর্মের নেইকো প্রভেদ
মরণাস্ত্র ছুড়ছেনা কেউ থাকছে উল্লাসে।