" আমি আর ভালো নেই "

লেখকঃ মোঃ জহিরুল হোসাইন খান নাছিম।

আমি আর ভালো নেই
মনেতে জোর নেই,
ভালো কিছু জানা নেই
সবকিছু, যাই ভুলে  মুহুর্তে।

দিবা রাতি আসে যায়
মউত খুঁজে ঠিকানায়,
স্বপ্নের দিনগুলো স্মৃতিতে বেড়ায়
এই আসে এই যায়, থাকেনা কোন শর্তে।

এখন আর বসে না মন কোন কাজেতে
নিতুটাও আর নেই সুন্দর এ ধরাতে,
আমাকে খোঁজছে, ব্যথা ভরা প্রাণেতে
আমিও আছি ঘোর আবর্তে।

প্রিয়জন যেতে ছেড়ে মন সায় দেয় না
তবুও হবে যেতে, সব রেখে বায়না,
কষ্ট যে আমারও যে বোঝার সে বুঝে না
সময় খুব লাগেনা বিকৃত মানুষের রূপ পাল্টাতে।

সংকীর্ণ মন,  খুঁজে সারাক্ষণ
অন্যের ত্রুটি ধরার করে আয়োজন,
আামার এ মন খুঁজে সারাক্ষণ একটি সুখের জীবন
হয়তো বা কোনো দিনও পাবো না আত্মতুষ্টিতে।

ঘরে আর বসেনা মন, যন্ত্রণায় সারাক্ষণ
কথায় কথায় বাড়ে জ্বালাতন,
কি করে বলি সবে সেও আমার আপনজন?
স্বস্তি নেই কোথাও পথ চলাতে।