আজ আমার মন উঠে গেছে ঘর থেকে,
আমার মন উঠে গেছে বাইরের পৃথিবী থেকেও
চাঁদের আলো,আকাশ ভরা সূর্য,কুয়াশা ঢাকা ফসলের জমি, সর্ষে ফুলের হলুদ দোলা,ভ্রমরের গুনগুন,
পাখির উদাসী কুহুকুহু,নদীর কলতান, নগরের রাজপথ,নিয়ন আলো,সাজানো দোকানপাট,কবিতার বই,গান,প্রিয় টিভি অনুষ্ঠান,গরম জিলিপি,
পিঠা উৎসব সব....সব কিছু থেকে মন উঠে গেছে
মন উঠে গেছে তোমার আমার প্রেম কিংবা অপ্রেম থেকেও।
মন উঠে গেছে আমার আমিত্ব থেকে,
আজ কেনো যেনো মন থেকেই মন উঠে গেছে।