একটি হারানোর বিজ্ঞপ্তি পত্রিকায় দিব ভেবেছিলাম।
তার খসড়া তৈরী করেছি আবার মুছে ফেলেছি,
এই করে করে যা যা হারিয়েছিলাম তার তালিকা
দিনের পর দিন ছোট হয়ে এসেছে।
যা হারানোর তালিকা ছিল কেটেকুটে,পরিমার্জন করে
এখন আর বিজ্ঞপ্তি দেবার ইচ্ছেই চলে গেছে।
মাঝে মাঝে সামান্য অবসর পেলে,মনে কারার চেষ্টা করি তালিকায় কি কি ছিল।
আমার বিচিত্র ব্যস্ত জীবনে "অবসর ' পাওয়া খুব দূর্লভ।
হারানোর তালিকায় অবসর একদম প্রথমে থাকা উচিৎ ছিল।
তারপর যেমন সু সময় হারিয়ে গেছে সময় থেকে
সুসংবাদ হারিয়ে গেছে সব সংবাদ থেকে
শান্তি আজকাল শুধু মানুষের নাম হয়ে আছে আমার কাছে।
সব প্রাপ্তি হারিয়ে অপ্রাপ্তিতে পরিণত হয়েছে সেই কবেই।
এমন সব হাবিজাবি বিষয়গুলো হারানোর তালিকায় ছিল।
অথচ টবে লাগানো পাতাবাহারের সবুজ পাতার বিবর্ণতা,ঘোর বর্ষায়ও আকাশ ভেঙে বৃষ্টি না নামা,হাড় কাঁপানো শীতের মৌসুমেও শীতের অভাব,বন্ধুদের সাথে সময় না কাটাতে পারার দুঃখ,প্রিয় বইটির একটি পৃষ্ঠাও পড়তে না পারার ব্যথা,কাঁচের চুড়ির শখটা আর রইলনা এমনই সব হাজারো বিলাসী কষ্টগুলো অনুভব করার মতো মন সেই অনুভব হারিয়ে ফেলার তালিকা করিনি।
আমার ভীষণ কল্পনাপ্রবণ মন ছিল
একা থেকেও আমি আমার মতো করে কত কি অলীক
ভাবনায় মেতে থাকতে পারতাম।
মামুলী দুঃখ কষ্ট তেমন করে আমাকে টলাতে পারতোইনা।
ছোট খাটো যা যা হারিয়ে ফেলেছি তার মধ্যে মামুলী দুঃখ কষ্ট বেদনা এরা থাকলেও তালিকায় তুলিনি।
তুচ্ছ কিছু হারানোর মতো বিরল ভাগ্য নয়তো আমার।
বিরাট সব দুঃখ,কষ্ট ব্যথা, অশান্তি আমাকে সঙ্গী করে ফেলেছে।
হারানোর বিজ্ঞপ্তি তাই দেয়া হয় না।
সুখ শান্তি সু সময় সুসংবাদ এদের হারিয়ে ফেলার বিজ্ঞপ্তি সে জন্য অপ্রকাশিত থেকে যায়।
হারানোর বিজ্ঞপ্তি আর লেখা হলনা আমার।
কারণ বিজ্ঞপ্তি দিয়ে সব কিছু খুঁজে পাওয়া যায়না।
আজ বুঝেছি অনেক কিছু হারানোর বিজ্ঞপ্তি দিতেই নেই।
শুধু শুধু অকারণ বোকামি যত।
কি বোকা আমি!!