কথাটা বলিনি বলে ভেবো না বলবোইনা,একদিন খুব একটা মস্ত চাঁদ আকাশ জুড়ে জোসনা ছড়িয়ে দিবে তার ছিটেফোঁটা তোমার গায়ে রুপালী আলোর চাদর পরিয়ে দিবে সেদিন ও বলতে পারি
অথবা ঝুম বৃষ্টির দিনে জানালার পাশে বসে আছ
ঝিরিঝিরি জলের ধারায় ঝাপসা বাইরের পৃথিবী
কোন একটি মিষ্টি গানের কলি মনে করার চেষ্টায় ব্যস্ত তুমি
সেদিনও বলতে পারি কথাটা।
কিংবা খুব ভোরে আনমনে হাঁটছো মাথার উপর শুকনো পাতা খসে পড়ছে,শিউলি ফুল ঘাসের মাঝে ঝরে পড়ে আছে গালিচা হয়ে
আমি তখন দু'একটা ফুল কুড়িয়ে নিয়ে
তোমার হাতে তুলে দিয়ে বলে ফেলতে পারি
আমার অতি যত্নে রাখা কথাটি।
এমনও হতে পারে ঘণ ঝাউবনে দমকা হাওয়ায় বসে ছিলে সমুদ্রের ঢেউ গোনার আশায়
আমি ঝিনক তুলে মালা গাঁথবো বলে আঁচল ভরিয়ে ফেলছি।
তখন কি বলা যায় তোমায় বলতো আমার বহু আকাঙ্খিত কথাটি?
যদি ঘুমন্ত পাথরে একটিবারও ফুল ফোঁটে,
আকাশের দিগন্তরেখা জুড়ে সাতরং নিয়ে
রঙধনু মায়াবী আলো ছড়িয়ে দেয়,
বসন্ত আসুক বা না আসুক যদি কৃষ্ণচুড়ার বন
রাঙিয়ে দেয় লাল লাল ফুল
ঘোর চৈত্রে আকাশ ভেঙে বৃষ্টি নামে
বিশ্বাস কর আমি কথাটা বলবোই
কথা দিলাম...
আমি কথা দিলে কথা রাখি।