তোমার আবেশে


আমার স্বপ্ন-ছোঁয়া পিঙ্গল প্রেম
তোমার হৈমন্তিকার-হেম মাখে অবিরত ।
তুমি এ-মনের তপ্ত-কাঞ্চন চূড়ায়
যে উষ্ণতার আরাধ্য রেখেছিলে...
তার বুক চিরে প্রবাহিত হয় এক যৌবনাবতী প্রবাহিণী ।
আর মধ্য যামিনীর মাধবীলতা-মনে
যে আলিঙ্গনের আঁচল পেতেছিলে...
তার হিন্দোলে এসেছে আজ বসন্তের ছোঁয়া ,
তোমার বক্ষ-সংলগ্না প্রেমিকার মতো ।

তবুও আমার আকন্ঠ নিমজ্জিত হেম
তোমার তপ্ত-আবেগের আবেশেও হিমশীতল !
রুদ্ধ রাত্রির গোপন কুঠুরিতে আছে দিকশূন্যতা !
তোমার মধুর-মোহে আমার মহুয়া-পলাশ যতো
অন্তর ছোঁয়া এক রাধিকার মতো !!