ফাঁকি
জীবন যখন ভরা ডুবি
নৌকো তখন বাঁধা ,
হাজার পথের পথ পেরিয়ে
পথেই মেলে ধাঁধা !
এক জীবনে নতুন জীবন
থরে থরে গাঁথা ,
কালের স্রোতে ভেসে গেছে
গুমরে মরা ব্যাথা !
মনের সনে মন-পিয়াসী
মনের কথা বলে ,
শত প্রেমের স্রোতে আবার
আপন বেগে চলে !
আছে অনেক বন্ধু স্বজন...
আছে অনেক দেখি ,
মন রাখতে বন্ধু ডাকে
জানি সবই ফাঁকি ।