তোমার প্রত্যাখ্যাত ভালোবাসার পশ্চিমায়
আমার কোমল হৃদয়
এক অবিসংবাদিত রক্তক্ষরণ পুষে রেখেছে ।
বেদনার্ত-প্রহরের পরমায়ুতে যেন
এক পিঙ্গল-প্রেমের প্রতিচ্ছায়া !

তুমি আয়েসি-ভঙ্গিমার আঁতুর ঘরে জন্ম দিচ্ছ--
অনন্ত আশ্রমের প্রশান্ত প্রকাশ ।
কি নির্মম নৈতিকতায় লালিত্য
তোমার নিজস্ব প্রণয়-লীলার একান্ত প্রবাস !

তোমার খন্ডাংশ মনের অণু-বিভাজিকায়
আমার প্রেম ছিল---
' ছাই ফেলতে ভাঙা কুলো । '

আমারও জীবন-নদী তাচ্ছিল্য প্রেমের তরী বায় না--
' ন্যাড়া বেলতলায় বারবার যায় না । '