যতই রাগ-অনুরাগ-অভিমান হয়,
এ বাঁধন কখন ও ছিঁড়ে যাবার নয় ।
ভালোবাসি বলেই তোমায় হারিয়ে ফেলার ভয়
জীবনে যত দুঃখ বেদনা অযাচিত চলে আশে ;
তুমি আমি মিলে করব তা জয়
থেকো শুধু মোর পাশে ;
মান অভিমানের পালা চলবে মোদের সারাদিনময়,
আমাদের ভালোবাসার তবু একটু ও হবে না ক্ষয় ।
এ বাঁধন কখন ও ছিঁড়ে যাবার নয় ;
আনন্দেতে-হাসিখুশি মুখ,গান গাব গলা ছেঁড়ে ,
আনন্দ ধারায় ভাসবো দু’জনে হাতে হাত ধরে ;
ঝড়-ঝঞ্চা যাই আসুক করি নাকো ভয়
বললাম তো-এ বাঁধন কখন ও ছিঁড়ে যাবার নয় ...