এ শহরে আমার কোনো বন্ধু ছিলো না,
আসলে এ শহরে আমাদের কোনো বন্ধু ছিলো না
ছিলো কিছু হিংস্র হায়েনা, যাদের চোখে ছিলো রক্তের নেশা, মুখে হাসি কন্ঠে অমিয়বানী !
যারা আমার, আমাদের চোখে টানিয়ে দিলো খুব সহজেই সিনেমাটিক পর্দা!
আর আমি আর আমরা খুব সহজেই আবেগ আপ্লূত হয়ে পড়ি! আর আমি আমরা সিনেমার কাহিনীকেই বাস্তব ভেবে আমার এ শহরকে নারক বানিয়ে দেওয়ার পদযাত্রায় শামিল হই!
আমি আমরা ভুলে যাই এ শহরে আমার আমাদের কোনো বন্ধু ছিলো না!
আমি আমরা ভুলে যাই একঝাঁক হিংস্র হায়েনা এ শহরকে রক্তাক্ত করতে চেয়ে চেয়েছিল সূদীর্ঘ অতীত!
আমি আমরা হায়েনার মেকি হাসিতে ভুলে যাই কিংবা লালসায় উন্মাদনায় উন্মত্ত হয়ে আমার শহরকে ধর্ষিত হতে দেখি!
যখন আমি আমরা বুঝতে পারি ওরা আমার আমাদের কখনো বন্ধু ছিলো না ততক্ষণে আমি আমরা কিন্তু বিক্রি হয়ে গেছি!