আমার একটা নদী ছিল,
আর ছিল শংখনীল কারাঘার,
তোমার বিচরন ছিল বিচলিত ;
আন্দামানের অহিংস আচরন ছিলো
তোমার কপোলে, ছিলো আনন্দ ভৈরবী।
রক্ত রঙ্গা জবা ছিলো তোমার অপেক্ষায়,
তুমি হলে নিরব যাত্রী অনন্ত গঙ্গায়!
তোমার সুতীক্ষ্ণ চোখে ছিল প্রনয় প্রয়াস,
বঙ্গোপসাগরের মতো বিশালতা নিয়ে তুমি
ফিরে আসতে বারে বার।
আমার একটা নক্ষত্র ছিল, ছিলো স্বপ্নে বসবাস,
তোমার আচরন ছিলো অবিচল
এভারেস্টের শুভ্র শিশিরজল ছিলো
তেমার ওষ্ঠে, স্বপ্ন বিলাশী।

আর আমি ছিলাম পিপাসিত তোমার অক্ষী আশ্রয়ে।

আল-আমীন আব্দুল্লাহ বাবু
লংকাবী আইল্যান্ড
মালয়েশিয়া।