অনেক দিন সূর্যাস্ত দেখিনা, আসলে সূর্যাস্ত দেখতে ইচ্ছে হয় না অনেক দিন!
সূর্যটা আমি তোমার কপোলে মাখাবো নাকি বানাবো কপালের টিপ, ভাবনা বিলাসে কেটে যায় বিসন্ন বিকেল!
বুদ্ধের মৌনতায় আজন্মকাল জীবন মৃত আমি করি চন্দ্র অবগাহন।
অনেক দিন আমি বাতাসের গন্ধ গায়ে মাখিনা, আসলে অনেক দিন বাতাসকে মনে হয় বিষবাষ্প,
দখিনা বাতাস অনেক দিন বছর তোমার এলো চুলে দোলা দেয়না!
অনেক দিন আমি সমুদ্র স্নানে যাই না, আসলে অনেক দিন আমার সমুদ্রের যেতে ইচ্ছে হয়না, সমুদ্রের নোনা জল অনেক দিন তোমার ওষ্ঠ হয়ে তোমার চিবুকের রেখা অতিক্রম করে না।
আসলে সূর্য নাকি তোমার কপোল,
বুদ্ধের মৌনতা নাকি চন্দ্র অবগাহন!
নাকি বাতাসের বিষবাষ্প অথবা তোমার এলোচুল
কিংবা তোমার চিবুক!
আমি আমৃত্যু তোমাতে জেগে রই সহস্র সন্ধ্যায়।
২৫.০৪.২০২৩
কুয়ালালামপুর, মালয়েশিয়া