আমার লড়াই স্বাধীনতা জন্য,
শুনেছি তোমার নাকি শব্দের!
বাক্য বিনিময় যদি হয় স্বাধীনতা
তবে এ যুদ্ধ হয় কিভাবে অন্যের?
কথার ছলে কথা বলা,
যদি কথার লড়াই ই চলবে
লজ্জিত এ জাতির মুক্তি কবে মিলবে !
আমার লড়াই বাচার জন্য,
তোমার স্বপ্ন অন্য;
তোমার লড়াই মুক্তি তো নয়
নয় শৃক্ষলতার জন্য, আমি তো চাই সত্য সুুন্দর
ধরনী হবে আবার! তোমার ভাবনা নিকষ কালো
অন্ধকারের থাবা।
চলো হাটি এক সাথে আজ, কন্ঠে মেলাই সুর!
পৃথিবী দেখবে স্বপ্ন আবার আধার হবে দূর!
চলো আজ লড়াই করি নতুন স্বপ্ন নিয়ে,
অবাক পৃথিবী চিনুক আবার নতুন বাংলা মাকে।