কোনো কাহিনী ই নাই!
সামনে অন্ধকূপ, সময় ও নিশ্চুপ,
কাহিনীতে কোলাহল সময় অবিচল; কালবেলা বিষাদময়, বেচে থাকা অনিশ্চিত।
বিশালতা মৃত্যুভয়, মহাকাল মহাশয়;
অন্ধ পাথেয় পাশে ক্ষণ কাটে ক্ষত নাশে,
পিড়িত পিড়া দোষে, সময় ও সমাগত।
কালনিদ্রা আপেক্ষমান মহাকাল মহিম্রান।
কাটুক কালো বিষাদের মেঘ,
শীতল বারিধারায় হর্ষ রেস;
উজ্জ্বল আলোয় আলোকিত হোক ধরা,
ধুয়ে যাক সব মলিনতা,
তোমাতে আমাতে হউক আলিঙ্গন
মহাকাল মহারনে মহর্লোকে হবে সমর্পন!!
বাবু আল আমীন আব্দুল্লাহ
কোয়ালালামপুর, মালয়েশিয়া।
০১-০১-২০২১