কবিতা আমার খুব একটা পছন্দ নয়,
আবার এ নয় যে খুব অপছন্দ!
উচ্চমার্গীয় শব্দচয়ন আমার বোধের বাহির;
যা খুবই সহজ আমি হই তার সহচরী
নিমিষে নিষিদ্ধ হই নিজের আধারে।
বার বার মনে হয় অব্যাক্ত কথা,
এত সহজ এত সরল নান্দনিকতা;
পাতার পর পাতা ওল্টেপাল্টে দেখা!
অলস সময় আলগোছে সময় অসময়ে ছড়ায় শুভাস, মনকে পরিতৃপ্ত করে আমার আকাশ।
কবিতা আমি খুব একটা পছন্দ করিনা, কিন্তু
এর প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর
সুদীর্ঘ সময় আমাকে করে পরিতৃপ্ত।