সত্যি দেখা হবে একদিন ধুলিমাখা মিথ্যের এ শহরে,
তোমার ভ্রান্ত ধারণার ক্যানভাসে অর্ধসমাপ্ত ছিলো আমার কিংবা আমাদের অস্তিত্ব;
তবু্ও দেখা হলে বলব বন্ধু কেমন আছো, কেমন আছিস তুই!
দেখা হয়নি দশ কিংবা তার অধিক বছর?
একদিন দেখা হবে ঠিক কারনে কিংবা অকারণে ঠিক হঠাৎ, হয়তো কোনও পিছু টানের শর্তে,
তবুও দেখা হলে বলবো বন্ধু কেমন আছো,
কেমন আছিস তুই!
স্মৃতি হাতড়ানো এই শহরে গল্পের প্রয়োজনে, তোমার অসমাপ্ত গল্পটার বৃত্ত পূরণে
যদিওবা দেখা হয় বছর দশেক কিংবা
তারও অধিক সময় পর,
তোমার তর্জনী দেখে চোখ
নিঃসৃত শক্তি সঞ্চয় করে
অবাক বিস্ময় নিয়ে বলবো,
কেমন আছো বন্ধু, কেমন আছিস তুই!