রৌদ্রস্নাত জল জোছনায়
একদিন ফেলবো নোঙ্গর!
সীমানা পেড়িয়ে ছুঁয়ে দেখবো অসীমতা ;
পথ হউক যতই বন্ধুর
রাজতিলক পড়বো আমিই!
শিশির ভেজা দূপুরে দাঁড়কাক হয়ে যদিও দাড়াবো কিন্তু সন্ধ্যায় সাগর অবগাহন করে আমার পদতলে!
কালপুরুষ ধীরে ধীরে ফিকে হয় ঠিক,
তবে হয়ে উঠে চিরঞ্জীব!