শানিত তরবারির নীচে যে শব্দের জন্ম
তাকে কি কবিতা নাম দেয়া যায়!
খোলা আকাশের মধ্যেই যে জীবনের আস্বাদ,
তার মাঝে যে অহং তৈরীর হয়, তার নাম দিয়েছি আমি কবিতা, আমি কবি ও এক শব্দ প্রকৌশলী!
আমি শব্দকে ভাঙ্গবো গড়বো, এটা একান্ত আমার।
আমি কবি, আমি একজন শব্দ প্রকৌশলী,
আমি অক্ষর কে শব্দে রুপ দেব, শব্দকে করবো অলংকৃত! আমি যা খুশি তাই করবো;
আমি মাটিকে পুড়িয়ে বানাবো ইট,
আবার কার্বন ডাই অক্সাইড কে করবো রুপান্তর,
তৈরীর করে ফেলবো নতুন এক কবিতার, যা থেকে মানুষ নেবে মনন তৈরীর অক্সিজেন।
মারণাস্ত্র দিয়ে কি শব্দের মালা হয়!
দণ্ডিত দড়ি দিয়ে আমি লিখবো জীবনের সুর,
সুরের ঝংকারে আমি লিখবো কবিতা;
আমি কবি, আমি একজন শব্দ প্রকৌশলী।
আমি তোমাদের প্রথাগত জীবনকে নিয়ে যাবো শব্দের মূর্ছনায়! আমি সভ্যতাকে বানবো বিদ্রোহী,
আমি একজন কবি ও একজন শব্দ প্রকৌশলী,
আমি জনপদকে ডুবিয়ে রাখবো শব্দের সমারোহে এক সোনালি সকালের জন্য!