তোরা যদি বাংলাদেশকে ভালোবাসিস
তবে আয় এক সাথে গেয়ে উঠি সেই মহান বিজয়ের গান- "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"। কিংবা সেই মহান বানী - এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম "। কিন্তু, কিন্তু তোরা তা করবি না জানি, তোরা চাইবি পেছন থেকে গলা চেপে ধরতে,
তোরা চাইবি জয়রথ থামিয়ে দিতে;
তোরা তো চতুষ্পদ হায়েনার দল!
কিন্তু পারবি কি তোরা রুক্ষতে এ বিজয় রথ,
যার রয়েছে বিশ্বত অতন্দ্র প্রহরী।
যদি তোরা ভালোই বাসিস, এই মাটি আর মাকে,
তবে সমুন্নত করি বাংলা মায়ের সম্মান,
আয় গেয়ে উঠি এক সাথে- " বল বীর বল চির উন্নত মম শির"।
তোরা তো তা করবি না, তোরা তো চতুষ্পদ হয়েনা,
তোরা চাস্ বাংলা মায়ের গলায় পরাতে জাঞ্জজীর!
কিন্তু তোরা কি পারবি থামাতে যুদ্ধ যাত্রা,
যার,অগ্রভাগে রয়েছে
রাজদন্ড হাতে এক স্বপ্ন স্বন্ধানী !