বিরামহীন ভাবনার আকাশে জ্বলজ্বল চাঁদ
আর এক টুকরো ক্ষুদার্থ রজনী, অথচ জীবনের কঠিন অবাস্তব জবানবন্দি!
এ শহরে বেচে থাকার সুতীব্র আর্তনাদ
জ্বলন্ত উনুনের মতোই লাগে,
আবেগ অথবা বিবেকের তাড়নায় ঠিকই মরক লাগে হৃদয়ে!
এ শহরে বেচে থাকার কারণে, কোনো অকারণ অকার্যকর মৃত্যু কিংবা কিছু স্বপ্ন বিক্রি ;
আসলে এ শহরে বেচে থাকার কোনো মানে নেই!
কঠিন অবাস্তব কিংবা কোনো কিংবদন্তির সমূহ সান্ত্বনা, এখন আর এ শহর কে দেয় না কোনো দোলা!
নোনা জল অথবা নোংরা মানসিকতার প্রকাশ,
কিছু কাঁদা-পানি মেশানো দৃষ্টি আকর্ষণ করেন না আমাদের!
প্রতিনিয়ত নিজের জন্য আক্ষেপ আক্ষরিক অর্থেই আমাদেরকে টেনেছে এ শহরের জমানো জঞ্জালের কাছাকাছি।
বেচে থাকার তীব্র আকুতি আত্মচিৎকার কাঁপুনির মতো আমাদের করে বিবেকহীন,
আসলে এ শহরের কোনো যন্ত্রণা নেই!
আমাদের অন্দর মহলের অন্ধত্ব আর উন্মাদনা
এ শহর কে করেছে যন্ত্রণাহীন।
বিষবাষ্পে আমরা আমরন নীতিহীনতা আর এক টুকরো পাথর হয়ে বেঁচে থাকার সংকল্প করেছি।