জনপদ ভেসে আছে ঈশ্বরের কান্নায়
কৃষকের ফাঁকা চোখ ভরে উঠে বন্যায়।
গবাদিরা অনাহারে সবুজ আর মাঠ নাই,
জীবনের সংগ্রামে সাপ আর ব্যাঙ আজ ভাই ভাই।
ক্ষুধার্থ নদীটার পেটে গেছে বসিতর অঞ্চল
ফসলের ক্ষেতে আজ নদীটাই চঞ্চল।
যতদুর চোখ যায় পানি আর কান্না,
সৃষ্টির মাঝে শুরু ঈশ্বর ভাবনা।