একটা গরু খাচ্ছিল
        আর
একটা গরু যাচ্ছিল,
খাচ্ছিলটা, খাচ্ছিল আর হাসছিল।
যাচ্ছিলটা, খুঁজছিল আর যাচ্ছিল।
খাচ্ছিল সেই গরুটাকে ডাক দিল
সেই গরুটা,যে সে পথে যাচ্ছিল,
এই যে আপনি-খাচ্ছেন কি-ঘাস!
এই ঘাসে কি মেটে মনের আশ?
খাচ্ছিলটা বলল হেসে,কেন, এইতো সেরা ঘাস
সকাল,দুপুর সন্ধ্যা বেলায় চিবাই বারো মাস।
যে গরুটা যাচ্ছিল,কথা শুনে সেই গরুটা হাসছিল,
কারন মনে অন্যরকম ঘাস খাবার এক আশ ছিল!
বলল এটা কোন ঘাস হলো!যাচ্ছিল সেই গরুটা,
আহাঃ রে!"গুন্টার গ্রাস"নাম শুনেছেন?
                                 ভিনদেশি সেই তরুটা !
খেয়েছেন নাকি?জানতে চাইলো,খাচ্ছিল সেই গরুটাই,
নাহঃ পাইনি এখনো,এদিক ওদিক তাকিয়ে বলে,
                                    খুঁজছি তো সেই তরুটাই!
ও পথ দিয়ে যাচ্ছিলেন গুন্টার গ্রাস কবি,
তুলে নিলেন কম্পোজিশন, কালের সেরা ছবি।