সাক্ষী ঐ নীল আসমান
সাক্ষী ঐ অশ্বথ বৃক্ষ আজ,
সাক্ষী ধূমকেতু, নীহারিকা,চন্দ্র ,সূর্য ,গ্রহ,
পান্নার দ্যুতিতে ঘুর্ণায়মান ঐ তারারা আজ,
আর প্রেমিক আত্মা যত,সবাই সাক্ষী।
আমি খুঁজিনি অন্য মানবী
ভাবিনি অন্য কোন মানসী
শুধু তোমাকে ছাড়া।
শুধুই তোমাকে চেয়েছি আমার রাধে-
ডেকেছি ও রাধে...রাধে রাধে রাধে-এ...
সত্য প্রেমের সুধা হাতে আমি যেন-কৃষ্ণ বৃন্দাবনে
আর তুমি আমার প্রানের রাধিকা-আমার প্রিয়া রাধে।
হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে সারা পরে যায়,
সারা পরে যায় তোমার অমৃত হাসিতে।
তাই এ হৃদয় কেবলি চায়
শুধু তেমাকেই ভালবাসিতে।
তোমার দেহের ছন্দে,ভালবাসার গন্ধে
বেজে উঠে আমার মনের বাঁশি
আমি তোমায় ভালবাসি।
অশ্বথের মতো শিকড় ছড়িয়ে
শতশতাব্দী ধরে থাকবো দাড়িয়ে
শুধু তোমার পথে দুহাত বাড়িয়ে,
বাঁশির সুরে ডাকবো-রাধে-রাধে-রাধে..
শোন রা ধে-রা ধে-রাধে...
বাঁশি হাতে রাখাল,সিংহের চোয়াল
ইসরাফিলের শিংগার মতো এক সাথে কাঁদে,
এক সে তোমাকে পাওয়ার স্বাধে।
শুধু তোমাকে চাই হে প্রিয়া,আমার কোয়েল।
ঐ শোন কান পেতে দূরে..
দেখতো চেন কি তারে?
কে তোমাকে চায়,দোয়েলের সুরে সুরে।