চুপটি করে ডুবটি
‌ডুবটি দিলো পানকৌরি
জলের পরে এমন করে
ভাসছে যেন জলপরী!

নদীর ধারে শাখার পরে
চুপটি করে মাছরাঙ্গা,
পুটির পোনার আনাগোনায়
তাই ধরে তার মনরাঙ্গা।

দোয়েল ডাকে পথের বাঁকে
কোন শাখায়?
সাদাকালো রং লেগে
তার দুই পাখায়।

কোকিল ডাকে পাতার ফাঁকে
মগডালে,
গান শুনে তার মনরাঙ্গে
আর কোন কালে!

টুনটুনি গায় টুনটুনাটুন
বড়ই পাতার কোন শাখে?
ময়না শালিক,পাড়ার মালিক
কিচির মিচির প্রেম আঁকে।

ডাহুক ডাকে বাঁশের ঝাড়ে
ফিঙ্গে নাচে ধান ক্ষেতে
ভুতুম ভুতু প্যাচার ডাকে
কেমন লাগে ভয় পেতে!

ঘুঘু ডাকে ভর দুপুরে
শশ্যকনা খুটে
টিয়টিয় ডাকে টিয়া
টুকটুকে লাল ঠোঁটে।

বুলবুলিটা ফল খেয়ে ঐ
দিলো হঠাৎ গান জুড়ে,
চিলের পিছে কাক লেগেছে
কা কা করে ধায় উড়ে।

বউ কথা কউ পাখির ডাকে
মনে হঠাৎ রং লাগে,
চড়ুই পাখি বড়াই করে
অট্টালিকার কোন ফাঁকে?

বাবুই পাখি,কোথায় থাকি,
কোন গাছে?
শিল্পী মনের পাখি আমি
ঝুলন বাসা তালগাছে।

বকের ছানা,ব্যাঙ্গের নানা
দাড়িয়ে থাকি একপায়ে,
পুটিমাছের ভক্ত আমি
বাসা আমার ভিনগাঁয়ে।।