আজ এ আনন্দ নদীটির তীরে
‌তোমাদের কথোপকথনের ভিড়ে
যদি হারিয়ে যায় আমার জীবনের সুর
তবে নিরবে চলে যাবো আমার
বিসন্য নদীটির তীরে।
সেখানে বসে যদি লিখে নিতে পারি
নবজীবনের কোন ইস্পিত কোন গান
সেদিন ফিরবো নবজাগরনণে
ফেলে যাওয়া আনন্দ নদীটির তীরে
ভাসাবো আবার আমার আনন্দ তরীটি
হৃদয়ে বেহালা বাজিয়ে নবজীবনের সুরে।
আমাকে ডুবিয়ো না আনন্দ তুমি
সময়ের খেয়ালী স্রোতে বা কোন নিন্দীত ঝড়ে।
আমাকেও অধিকার দিয়ো তোমায়
কাছে পেতে আর ভাবতে আপন করে।