হেটে হেটে রাস্তা ফুরাই
মনের জোছনা উড়াই
বসে বিকেল বেলার মাঠে,
আকাশের পারে জলরং ঢেলে সূর্য তখন পাটে।
কখনো মেঘেরা আসে,
ছোট্ট শিশুর মতো হাসে,
মাঠের সবুজ ঘাসে ঘাসে,
বাতাস লুটিয়ে পড়ে বলে,ভালবাসে।
এই অনুভবে,ভাললাগা রবে,
মনে রবে,জলরং এ আঁকা এই ক্ষণটি।
আকাশ পথে পাখীরা উড়ে উড়ে যায় কলরবে,
ডেকে নিয়ে যায় মনটি।