পাক সেনাদের সাথে
হলো শুরু যুদ্ধ
বুলেট বোমা আজ
বড় বেশি ক্রুদ্ধ।
মুক্তি যোদ্ধারা আজ
ক্ষেপেছে ভিষন
পাকসেনাদের ক্যাম্প
দখল আজ মিশন।
এক এক করে মারবো আজ
নাপাক পাক সেনা
এ যে জীবন বাজির খেলা
তাই যুদ্ধটা আজ চেনা।
জয় বাংলা স্লোগান আজ
আমাদের মুখে
আর বীরের সাহস আজ
আমাদের বুকে।
ভুতের মতো চলতে পারি
আমরা গেরিলারা
জীবন বাজির যুদ্ধ জয়ে
আমরা বাঙ্গালীরা।
পাক সেনাদের অত্যাচারে
জীবনটা আজ সংকটে
চোখে োদের আগুন জ্বলে
চেহারাটা হিংসুটে ।
এমন তর পাকসেনাদের
মারতে দারুন সুখ
মন কাঁদে না ,হাত কাঁপে না
কাঁপে না আর বুক।
রাজাকারের বাচ্চারা আজ
হয়েছে দিকভ্রান্ত
এমন করে মানুষ মারে
আল্লাহকে না মানতো!
তাই আজ আর চুপ সেনা নই
বিপ্লবী অশান্ত
সর্বহারা মায়েরা অাজ
হয়েছে উদ্ভ্রান্ত।
কোন দেশেতে মারছে মানুষ
০রা কি আর জানতো!
০রা অহংকারের বড়াই সেনা
পাঠান সেনা খান তো!
জানবে এবার কেমন জিনিস
মুক্তিসেনার দল,
যুদ্ধ শেষের স্লোগান দেবে
জয় বাংলার দল
সাই করে এক বুলেট উড়ে
গেলো কানের পাশে
বীরোচিত বেঁচে থাকা
শুনে জীবন হাসে।
পুরোনো সেই দিনের কথা
ভাবছি জয়ের মাসে
অামরা যে সব মুক্তি সেনা
বাংলা মায়ের পাশে।