সমাবেশ,
সমাবেশের তোপোধ্বনি
মুক্ত হলো ভোর,
সূর্যোদয়ে রাঙ্গা হলো
১৬ই ডিসেম্বর।
মাগো,যুদ্ধ জিতেই ফিরলো তবে
পাগল ছেলে তোর,
বাংলা মা তোর মুক্তিসেনার
মুক্ত হলো ঘর,
সূর্যদয়ের সূর্যটা আর
আর পর হবে না তোর।