খোলা নীল আকাশের নীচে দাঁড়াতে
আমার কেমন ভয় ভয় করে,
মনে হয় ঈশ্বর যেন আমাকে
খুব কাছ থেকে সরাসরি
স্পষ্ট দেখতে পাচ্ছেন;
তেমনি খোলা নীল আকাশের নীচে
আমাকে ছায়া দেবার মতো
কোন গাছ আজ আর পৃথিবীতেই জন্মে না।
খোলা আকাশের নীচে মুক্ত বাতাস,সে যেন
ঈশ্বর আমাকে শর বিদ্ধ করছেন ;
আমি আজ আর কোন মানুষ নেই,
আমি একজন হত্যাকারী;
আমার ভাষা,অমার চিন্তা চেতনায়
আমার বিবেকের মৃতদেহের
পঁচনের গন্ধ পাউয়া যায়।
তবে তার দেহভঙ্গী দেখে মনে হয়
এই বুঝি জেগে উঠবে !
তার সৎকার করার সাহস আমার হয় না।
এখন আমার ভেতরে কেঊ আর কথা কয় না,
আমি যেন অচিন পুরের মাঠে নির্ভীক একা।
আমার মায়ের মুখ থেকে শুরু হয়েছে
আমার মানুষ হবার পরীক্ষা;
হিংস্র অবুঝ আমি বসে আছি মৃত্যু আর শেষের অপেক্ষায়;
উত্তর পত্র দিয়ে দিতে হবে মৃত্যুর হাতে ।
এদিকে আমার ভেতরে পঁচনের গন্ধ,
কে করবে তার সৎকার,
আমি শুধু আড়াল খুঁজি,আধাঁর খুঁজি,
সেখনে কেমন নিরাপদ হবো মনে হয় ।
আমাকে বাঁচাতে চাইছো তুমি কে!
আমার মানুষ হবার স্বপ্ন বুঝি স্বপ্নই !
এ অলিক আধারে আমি আজ একা নই;
অন্ধকারের সাম্রাজে্য আমি নবাগত একজন।