এ সো ভাই,
রুপসী বাংলার সমু খে দাড়াই
যু গের শ্রেষ্ঠ মানুষ দের ম তো
উন্মুক্ত করি তার স্তন;
পান করে নি তে, আমা দের প্রতি ওর
ভালবাসার অমৃতধারা,
জুড়া তে এ পোড়া দেহ মন।
কে যাবি,আয়।তোরা আয়
নে বো আজ রাজ টিকা,
বুকের গভীরে প্রজ্জলিত আজও
দারি দ্রের ধিকিধিকি শিখা,
সে আগুনে ্ জ্বলেপুড়ে অঙ্গার দেহ খানা
আজও ডাকে;" মা,মা ,মা আর কতদূর বলো মা"
গাড়দের শিকের মতো,পাজরের গহীন থেকে।
কবির চোখের ভাটার আগুন, ছিটকে পরে,
কাগজ জ্ব লে পুড়ে ছাড়খার,আজও তাই দে খে দেখে।
আজও অসীম আধারে হারিয়ে যায় আমাদের চেতনা,
বোধ,ভালবাসা;প্রিয় প্রেমিকার চেনা হাত মুখ।
এ সো ভাই
রুপসী বাংলার সমুখে দাড়াই
যুগের শ্রেষ্ঠ মানুষের মতো,
ছড়াতে হৃদয়ে হৃদয়ে বাংলার সুখ।