মিশরীয় বাজারে সুদর্শন ইউসুফ
সাড়া ফেলে আগমনে পবিত্র রূপ।
রাজকীয় মধুসাজে ক্রেতা একজন
উপহার দেয় স্বামী জুলেখার গ্রহণ।
রুপ দেখে বিমোহিত স্ত্রীর মন
অভিপ্রায় মননে বিপথে গমন।
একদিন নিশিথে জুলেখা ঘড়ে
অপবিত্র কামনা দ্বার বন্ধ করে।
শোণিত ইউসুফ উৎকৃষ্ট অন্তরে
ঘৃণায় করে প্রত্যাখান আবেগভরে।
অদৃষ্ট ব্যাথিত ললনার মিথ্যে স্বপ্ন
কু প্রবৃত্তির মনে সে গেল নিদ্রামগ্ন।
জুলেখা স্বীকার করে তার অপরাধ
স্বীয় হস্ত কেটে মিটায় মনের স্বাদ।
রমনীর হৃদয় প্রভা থাকে অপূর্ণা
তৃষা তপ্ত মোহমায়া ভ্রান্তি ধারণা।
ইউসুফ জুলেখা প্রেম লোককাহিনী
অশ্রু জড়ায় নিবিড়ে শত উদাসিনী।
মহাকালের পাতায় যত যুক্তি নির্মাণ
বৃথা রয় চিরকাল প্রণয়ের প্রমাণ।