মমতা ভরা তাহার অতল গড়ন
ছলছল করে দুটি প্রদীপ্ত নয়ন।
নিরবধি ছিলে তাই হৃদয়ের টান
বিরাজিত হয়ে তব অনুরাগ দান।
অন্তর মম উন্মাদ ভালবেসে যায়
বিদগ্ধ হয় হৃদয় আকুল আশায়।
অর্পিত মন আবেগ ঝর্ণার মতন
নহে মন শোকানল বিলাস যতন।
সুবর্ণ যত মুহুর্ত দিয়েছি তোমাকে
প্রীতি আর ফুল ভরে তব মনটাকে
মম বাসনায় যবে কান্নায় বিলাসী
তবুও তুমি হেয়ালি প্রিয়তি হয়নি।
কেন সেই পরিণাম হৃদয় বিষাদে
ভুল ছিল তব ফুল অনিদ্রা শর্বরে।