অদৃশ্য আশায় ভরা মন উচাটন!
দৈনদশা হৃদয়ের বৃথা আলাপন।
চিত্রকল্পে শেষে মিলে হীন দুর্দশায়
স্বপ্নবুনা নিত্যদিন কিসের আশায় ?
প্রিয়রূপ ভাবি যারে সেতো দূরে রয়
যাতনায় অশ্রুজল একা কথা কয়।
নিঠুর প্রিয়তি করে ভুল অভিমান
বিরহের ঋণ বাড়ে হয়নি প্রদান।
একাকীত্বে দীর্ঘশ্বাস অব্যক্ত বেদন
অনুরাগে স্বপ্নসুখ বৃথায় স্মরণ।
ব্যাকুল বিস্ময়ে ফিরে কষ্ট নিরবধি
আবেগের কান্নাঝরে হৃদের সমাধি।
দিবানিশি মনে বাস আপন বিরহ
দাহ্য হয় বারবার ভুলের আগ্রহ।