কল্পলোক সদা তুষ্ট স্বার্থ হয় যেন
বিধাতার কাছে কর এই মোনাজাত!
যুক্তকর হয়ে মন তার কাছে যাক
জীবনের পাপ মুছে অশ্রুও নির্বাক।
বিশ্বাসী তব ক্রন্দন নিশিরাত শত
অঞ্জলি কর মনন বারিরুপ মত
ক্ষনিক জীবন! হৃদ হতে ভুল কত
কিছুটা তৃপ্ততা মোহ নিদ্রাহীন রাত্র।
তপ্ত মন রপ্ত করো বেদনার পরে
সুখের প্রহর কুঞ্জে একদিন আসে
অতীত প্রার্থনা যবে বিধাতার কাছে
ফিরবে হৃষ্টতা হয়ে দীনহীন রাতে।
পাপ ইচ্ছা দূরে রবে প্রসন্নতা ভরে
দুর্ভাগা মুক্ত ললাট প্রার্থনার পরে।
-সনেট