হৃদয় করে রচনা স্বপ্ন অনুভূতি
মেনে নেয়া অপৌরুষ সমস্ত অতৃপ্তি।
জন্মপর এইপথে আর কতকাল?
নারীমুক্তি অপেক্ষায়!স্মৃতির দাঙ্গাল।
পাপের আধার! কেন করে চলাচল
পুরুষের ঠিকানায় আশ্রয়ী আঁচল।
শূন্যতা ধরে মুঠোয় কাম্য করে নারী
শিউলি তার সুঘ্রানে সে অহংকারী।
হৃদয় আবেগ নিয়ে নিজেকে বাঁচাতে
প্রেম চায় পুরুষের মন সমতলে।
নারীর নিয়তি সুখ কিছু ভুল শান্তি!
নিছক মিথ্যা মনন করে রাখে ভ্রান্তি।
আড়ালে এই জীবন প্রেম পরিণাম
অপ্রেমের মুক্তি চায় নাহি অপমান।
-সনেট